তুমি সাদা ক্যানভাস


তুমি সাদা ক্যানভাস
আমি রঙ মাখা তুলি
ওই মৌন দিগন্ত
ছুঁয়ে স্বপ্ন গোধূলী|
আকাবাকা নদী,সাতরঙা পাল
সবুজ ধানের দোলা হিজল তমাল মেঠোপথে বাউলের গান
আমাদের প্রেম ......

তুমি চৈত্রের বক
আমি দুরন্ত হাওয়া
পাতায় পাতায় ঝিড় ঝিড় বহে আমাদের প্রেম ......

তুমি শুক্ত কলি আমি ভ্রমরের ঝুমুর
ফুটোন্ত ফুলের সুরভী সোভা আমাদের প্রেম ......

তুমি গীটারের তার আমি প্রিয়ন্ত আঙ্গুল
সুরে সুরে টুং টাং বাজে আমাদের প্রেম ......

তুমি শুকনো পাতা আমি চপলে মৃত 
কিং কিন বাজে এই মর মরে সুরে আমাদের প্রেম ......

তুমি মাটির পৃধিব
আমি চকমকি পাথর শিখায় শিখায় চিরন্ত্রন জলে আমাদের প্রেম ......

তুমি শান্ত পুকুর
আমি দুষ্ট ঠেউ
উল্লাসে ছুটে অসিমের দেনে আমাদের প্রেম ......

তুমি সাদা ক্যানভাস
আমি রঙ মাখা তুলি
ওই মৌন দিগন্ত
ছুঁয়ে স্বপ্ন গোধূলী|
আকাবাকা নদী,সাতরঙা পাল
সবুজ ধানের দোলা হিজল তমাল মেঠোপথে বাউলের গান আমাদের প্রেম ......

No comments

Powered by Blogger.